ঢাকাবৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

হিলি সীমান্তে বিজিবির সিসি ক্যামেরা স্থাপনে বিএসএফের বাধা

আরটিভি অনলাইন রিপোর্ট, হিলি

শনিবার, ২৪ জুন ২০১৭ , ০৯:২৭ পিএম


loading/img

দিনাজপুরের হিলি সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট স্থাপনে বাধা দিয়েছে বিএসএফ। এতে করে ওই এলাকায় সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট স্থাপন আপাতত বন্ধ রয়েছে। 

বিজ্ঞাপন

বিজিবি জানায়, হিলি সীমান্তের কামালগেটের পার্শ্ববর্তী এলাকা থেকে ফুটবল মাঠ পর্যন্ত চোরাচালান রোধে সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট স্থাপনের কাজ চলছিল। রোববার দুপুরে সীমান্তের কামালগেটের পার্শ্বে সিসি ক্যামেরা ও ফ্ল্যাশলাইট স্থাপন করতে গেলে ভারতীয় সীমান্তবর্তী এলাকাবাসী ক্যামেরা লাগাতে নিষেধ করেন। পরে বিএসএফ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি সুরেশ কুমার বলেন, যেহেতু আপনারা ক্যামেরা ও ফ্ল্যাশলাইটগুলো আমাদের দেশের দিকে তাক করে লাগাচ্ছেন এতে করে ভারতীয় সীমান্তবাসীরা ক্ষিপ্ত হয়েছে। 

বিজ্ঞাপন

এসময় তিনি সেখানে কাজ বন্ধ রাখার কথা বলেন। এছাড়াও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেন।

বিকেলে ওই বিষয় নিয়ে দুই বাহিনীর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি। 

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার জানান, শনিবার ক্যামেরা লাগানোর সময় ভারতীয়রা বাধা দেয়। পরে বিএসএফের পক্ষ থেকেও আমাদের কাজ বন্ধ রাখার কথা বলে। আপাতত সেখানে ক্যামেরা ও ফ্ল্যাশলাইট লাগানোর কাজ বন্ধ রয়েছে। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |